রাত্রির সাথে
নিঃশব্দ আহামদ
রাত্রির সাথে জেগে জেগে,দ্যাখো রাত্রি রূপ,
না আলো,না আঁধার-চোখ বিভ্রম চারিপাশ
শতবর্ষ যেনো কেটে গেলো,দ্যাখে দ্যাখে
এই বিনাশ আলো আঁধারের মঞ্জিলে বাজিয়ে
চলি জীবন তাসের তুরুপ
আরও দিন শেষে,রাতের করাত
লুকোয় মুখ,অদৃশ্য জগতে শুনেনা আর্তি স্বর
স্বস্তি নেই,আশ্বস্তি নেই-ব্যাকুলতার জ্বর
শ‚ন্য কপোলদেশ,শুনে নিঃস্ব রাতের বরাত
ছয়ে আছে নৈরাশ্য,যেদিক যেভাবে -দ‚রাগত চোখ
নাই নাই মাতমে,ধ্বংসের নামে -শুধু ভস্ম ছাই
হাহাকারে ফুরায় নিঃশ্বাস যেদিকে যাই
পরিহাসে আ”ছন্ন হতে হতে ভুল দৃশ্যে ভোরের ময়‚খ
থাকি,এভাবে বহু বর্ষ নিদ্রাহীন,অনাড়ম্বরে
এভাবে ই শোক হয়ে নিখোঁজ হবে যাপন সাড়ম্বরে
ভুল মানুষকে কাঁদায়
রাজীব হাসান
কিছু ভুল মানুষকে আজীবন কাঁদায়
ইচ্ছা অনিচ্ছায় কিংবা মোহে পরে
যে কাজ গুলোর ভালো মন্দ দিক বিবেচনা না করে
আমরা ঝাপিয়ে পরি।
হয়তো কাজটা করার সময় মনে হবে
যে কাজটা করছি
সে কাজটা আমার জন্য সুখ বয়ে আনবে।
সুখ বয়ে ঠিকি আনে পরিশেষে যে আজীবন ভুগতে হবে
সেই বিষয়টা তখন মাথায় থাকে না।
যখন সেই একই বিপদে নিজে পরে যায় তখন নিজেকে
ধিক্কার দেয়।
তখন সে বুঝতে পারে কিছু ভুল আজীবন কাঁদায়।
নয়নতারা
সাজু কবীর
গরুটি মানুষ হয়ে যায়
সে এখন চেয়ারেও বসে
দোল খায় নক্ষত্রের আলোকিত দোলনায়...
সকালের পবিত্রতায় আলোর কুচকাওয়াজ
শান্তির মতো সফেদ চোখে আমার
লাল সূর্যোদয়...
বাঘটি প্রতিদিন গোরু হয়ে যায়
গলায় দড়ির মালা নাকে সুতলির নথ
নিরাপদ বনাঞ্চল জনপদের আশীর্বাদ...
দ্রোহের মতো লালচোখে আমার
সাদা কবুতর ওড়ে..
যাপন ও সঙ্কট
তরিপা মেহেরীন
এভাবে ভাবলে দুঃখ নেই,নাই আমার আর কিছু,
ভাঙা পায়ে অসহায় চোখ যেমন দ্যাখছে হাঁটার আনন্দ
আর নিঃশব্দে ছেড়ে যায় দীর্ঘশ্বাস,তেমন আলোশ‚ন্য চোখ
হাতড়ে চলা-না আমি,অথচ এই কৃতজ্ঞতায় জাগে শান্তনা
না দুঃখ থাকতে নেই,নাই থাকলো বেশভ‚ষা বেশ
এই যে একটি কাঠামো,মানবরূপ-
প্রাণের জানানে,প্রাণান্ত যুদ্ধ-জীবিকার খোঁজ
সবশেষে ফাঁপা বোতলে ছিপিবদ্ধ বাতাস,উবে যায়
মাসকারবারির মতো অথচ নেই আমার সংসার
সবার সংসার থাকেনা,নাই বা থাকলো সংসার
প্রেমিকার গাল ছুঁয়ে নামেনি উৎকর্ষের লাল
গোলাপের গন্ধ থেকে অসন্তুষ্টি কিনে কতো কতো পালালো সোহাগি বিকেল,দ্যাখলাম-কবে থেকে আমিও শিখে গেছি,সংসার বিরাগ
ভালো থাকা হয় না সবার,না ভালো নেই
তবু নিয়ত যুদ্ধ,প্রশ্নাকুল চোখে-দ্যাখি ,জন্মক্ষণ
মৃত্যুর মতো এক নির্বাণ হয় কোনো কোনো অংকের জীবন, ভুল হিশেবে তবুও না হয় গুচে এই অস্তিত্ব সংকটরাত ও তার নিঃসঙ্গতা
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন