সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

সাইফ ১৫, বারিধারাকে ১৬ লাখ টাকা জরিমানা

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০২২, ১২:০৩ এএম

ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) থেকে নাম প্রত্যাহার করে নেওয়া সাইফ স্পোর্টিং ক্লাবের যুব দল এবার খেলেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ্ব-১৮ যুব লিগে। যে কারণে ক্লাববটিকে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি। একই সঙ্গে যুব লিগে অংশ না নেওয়ার কারণে উত্তর বারিধারা ক্লাব জরিমানা গুণবে ১৬ লাখ টাকা। জরিমানার এই অর্থ বাফুফের হিসাব বিভাগে আগামী ১১ ডিসেম্বরের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। উত্তর বারিধারা ক্লাবকে বেশি টাকা জরিমানা করার কারণ হিসেবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি বলেছে যে, বারিধারা খেলার জন্য নাম নিবন্ধন করার পরও অনূর্ধ্ব-১৮ যুব লিগে অংশ নেয়নি। গতকাল এ তথ্য নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো.আবু নাইম সোহাগ। এছাড়া বুধবার অনুষ্ঠিত বাফুফের ডিসিপ্লিনারি কমিটির সভায় দ্বিতীয় বিভাগ লিগে পাতানো ম্যাচে অংশ নেওয়ায় বিজি প্রেস স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব এবং খিলগাঁও ফুটবল একাডেমিকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। তাদেরকেও ১১ ডিসেম্বরের মধ্যে জরিমানার অর্থ প্রদান করতে হবে। একই সঙ্গে দুই দলের ১২ অক্টোবর অনুষ্ঠিত ম্যাচটি বাতিল বলে গণ্য করা হয়েছে। ওই ম্যাচের পয়েন্ট ও গোলের সুবিধা পাবে না কোন দল। বিজি প্রেস স্পোর্টস ও রিক্রিয়েশন ক্লাবের ৩ পয়েন্ট কর্তনেরও সিদ্ধান্ত গ্রহণ হয় ডিসিপ্লিনারি কমিটির সভায়। পাশাপাশি দুই দলের কর্মকর্তাসহ বেশ কয়েকজন খেলোয়াড়কেও বিভিন্ন সময়ের জন্য ফুটবলের সব ধরণের কার্যক্রম থেকে নিষিদ্ধ করা

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন