রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বেফিকরে

| প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দিল্লির তরুণ ধরম (রণবীর সিং)। তার শহরের জীবনে অনেকটাই একঘেয়ে হয়ে পড়েছে। নতুন রোমাঞ্চ লাভের পরিকল্পনা করে সে। সে যেই ধারার রোমাঞ্চের প্রত্যাশী তার জন্য প্যারিসের মত গন্তব্য আর হতে পারে না। পেশাগত কারণে প্যারিসে এলেও তার আসল প্রত্যাশা হল অ্যাডভেঞ্চার। তার এই অভিযান যখন একবারে শুরু হবার পথে ঠিক সেই সময় তার সঙ্গে শায়রার (বানি কাপুর) সঙ্গে পরিচয় হয়। ফ্রান্সেই শায়রার জন্ম তবে ভারতীয় বংশোদ্ভূত সে। উদ্যাম, উচ্ছল আর প্রাণবন্ত স্বভাবের তরুণী সে। পরিচয়ের পরই বন্ধুত্ব আর তা থেকে প্রেম। চারিত্রিক দিক থেকে তারা দুজনই প্রায় এক রকম তার তাদের মাঝে মিল হবারই কথা। কিন্তু বাস্তবতা অন্যরকম। শায়রার আগের প্রেমিকের সঙ্গে সবে তার সম্পর্কোচ্ছেদ হয়েছে তাই সে তাদের সম্পর্ককে স্থায়িত্ব দেবার আগে কিছুটা সময় নিতে চায়। শায়রার এই সিদ্ধান্ত ধরম বুঝতে চাইলেও মানতে চায় না। বিভিন্ন বিষয় নিয়ে তাদের মতবিরোধ দেখা দেয়। তবে তারা আলাদা হয়ে যায় না। একসঙ্গে থাকতে গিয়ে নারী-পুরুষের সম্পর্কের ব্যাপারে তারা অনেক কিছু বুঝতে পারে। তারা উপলব্ধি করে প্রেম ভালবাসা পরম বিশ্বাসের ব্যাপার, যারা প্রেম করতে চায় তাদের এই ব্যাপারটি অর্জন করতেই হবে। তারা এখন বোঝে অনেক দোষত্রæটি পাশ কাটিয়ে যেতে হয়, অনেক কিছু দেখে না দেখার ভাণ করতে হয়। তারা দুজন কি শেষ পর্যন্ত পরস্পরকে পুরো বুঝতে পারবে? সেই পরম বিশ্বাস কি অর্জন করতে পারবে?

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন