শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

আবারো পেছালো বিসিএল

প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপের অনুশীলনের জন্য একসঙ্গে ২৫ ক্রিকেটারকে অনুশীলন ক্যাম্পে রাখার প্রস্তাব দিয়েছিলেন বাংলাদেশ দলের হেড কোচ চন্দিকা হাতুরুসিংহে। কোচের এই প্রস্তাবনাকে গুরুত্ব দিতে যেয়ে বাধ্য হয়ে  ফ্রাঞ্চাইজিদের ক্রিকেটার সংকটকে গুরুত্ব দিয়ে দ্বিতীয় রাউন্ড শেষে বাংলাদেশ ক্রিকেট লীগ (বিসিএল) স্থগিত করতে বাধ্য হয়েছে ট’র্নামেন্ট কমিটি। কথা ছিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে বিসিএলের অবশিষ্ট রাউন্ডগুলো মাঠে গড়ানোর। আগামী ১৯ ফেব্রুয়ারী থেকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু করে একটানা আসরটি শেষ করার প্রতিশ্রুতিও ফ্রাঞ্চাইজিদের দিয়েছিল টুর্নামেন্ট কমিটি। তবে আরো এক দফায় ধাক্কা খেল বিসিএল। আগামীকাল থেকে চট্টগ্রামের ২টি ভেন্যুতে ইয়ুথ ক্রিকেট লীগ আয়োজনের সিদ্ধান্ত টুর্নামেন্ট কমিটি নেয়ায় পিছিয়ে গেল বিসিএল। পরিবর্তিত সূচী অনুযায়ী আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বিসিএল মাঠে গড়ানোর সিদ্ধান্তের কথা ফ্রাঞ্চাইজিদের মৌখিকভাবে জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট কমিটি। এ তথ্যের সত্যতা স্বীকার করেছেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।  আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে বিসিএলের পরবর্তী ২ রাউন্ড অনুষ্ঠিত হবে কক্সবাজারের ২টি ভেন্যুতে। আসরের শেষ রাউন্ডটি হবে ঢাকায়।
আগামী ২৪ ফেব্রুয়ারি  থেকে মাঠে গড়াবে এশিয়া কাপের মূল পর্ব। সেই দিন থেকে বিসিএলের তৃতীয় রাউন্ড মাঠে গড়ানোর সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ওয়ালটন সেন্ট্রাল জোনের এক কর্মকর্তা। ফ্রাঞ্চাইজিদের অর্থায়নে পরিচালিত আসর বিসিএলকে গুরুত্বহীন করে ইয়ুথ টুর্নামেন্ট আয়োজনের যৌক্তিকতাও খুঁজে পাচ্ছেন না তিনি- ‘১৯ ফেব্রুয়ারি থেকে তৃতীয় রাউন্ডে খেলার জন্য আমরা প্রস্তুত। অথচ, মৌখিকভাবে আমাদেরকে জানিয়ে দেয়া হয়েছে ১৯ তারিখ নয়, ২৪ তারিখ থেকে বিসিএলের তৃতীয় রাউন্ড গড়াবে মাঠে। জাতীয় দলের স্বার্থে আমরা ছাড় দিয়েছি, এক মাস স্থগিত রাখা হবে আসরটি, তাও মেনে নিয়েছি। এখন নুতন একটি টুর্নামেন্ট শুরু করতে যেয়ে পিছিয়ে দেয়া হলো আরো ৫দিন। তাও আবার এশিয়া কাপ ক্রিকেট যে দিন থেকে গড়াবে মাঠে, সেই দিনকেই বিসিএলের জন্য নেয়া হলো বেছে।’
তবে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খানের যুক্তিÑ ‘সামনে ক্রিকেট মওশুমে যে ব্যস্ততা আছে, তাতে এখনই যদি ইয়ুথ ক্রিকেট লীগ শুরু করা না যায়, তাহলে এই আসরটির জন্য কোন শ্লট পাওয়া যাবে না।  প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ মাঠে গড়ানোর আগেই বিসিএল শেষ করে ফেলা হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন