ব্রিটেনের অন্যতম ইসলামী মারকায বার্মিংহামের সিরাজাম মুনিরা জামে মসজিদ এন্ড এডুকেশন সেন্টারে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাদার কার্ট নামের এক খ্রীস্টান যুবক।
তিনি আজ ১৩ নভেম্বর রবিবার বাদ যুহর সিরাজাম মুনিরা জামে মসজিদের খতীব সায়্যিদ শাইখ ফাদি যুবা ইবনে আলী ছাহেবের বুখারী শরীফের ক্লাসে উপস্থিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ব্রাদার কার্ট এর আগে খ্রীস্ট ধর্ম অনুসরণ করতেন। তিনি ব্রিটেনের অন্যতম একজন থ্যারাপিস্ট। দীর্ঘ দু'মাস ধরে সায়্যিদ শাইখ ফাদি ছাহেবের বুখারী শরীফের ক্লাসে উপস্থিত হয়ে ইসলাম সম্পর্কে জ্ঞানার্জনের পর তিনি ইসলাম কবূল করেন।
এসময় উপস্থিত ছিলেন সিরাজাম মুনিরা জামে মসজিদের পরিচালক আলহাজ্ব হাফিজ সাব্বির আহমদ, ফুলতলী ইসলামিক সেন্টার কভেন্ট্রির পরিচালক আলহাজ্ব মো: গোলাম কিবরিয়া, সিরাজাম মুনিরা জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা শামসুল আলম ও আহলুল মাহাব্বাহ ইউকের পরিচালক কারী মুহাম্মদ মাহফুজ প্রমূখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন