বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

কাতার ফুটবল বিশ্বকাপে আছে বাংলাদেশও

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২২, ১২:০০ এএম

কাতারে ফুটবল বিশ্বকাপের খেলা শুরু হচ্ছে আগামী রোববার থেকে। বিশ্ব ক্রীড়াঙ্গনের অন্যতম বড় এ আয়োজনকে ঘিওে বিশ্বেও অন্যান্য দেশের মতো উন্মাদনার শেষ নেই বাংলাদেশে। যদিও বরাবরের মতই এবারও বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পায়নি লাল-সবুজরা। তবে খেলার সুযোগ না পেলেও বিশ্বকাপে ঠিকই থাকছেন ৮ বাংলাদেশি। যারা কাতারে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বপালন করবেন। ফুটবল বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিবারই সদস্য দেশগুলো থেকে স্বেচ্ছাসেবক নিয়ে থাকে ফিফা। কাতার বিশ্বকাপে সেই স্বেচ্ছাসেবক দলের সদস্য হয়ে বৃহৎ এ আয়োজনের অংশিদার হচ্ছেন বাংলাদেশের ৮জন।
বাংলাদেশ থেকে মনোনীত স্বেচ্ছাসেবকের মধ্যে বেশিরভাগই চাকুরিজীবী। তবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত একজন ছাত্র ও দুইজন প্রবাসী বাংলাদেশিও আছেন তাদের মধ্যে। আছেন ময়মনসিংহের নাসিরাবাদ বিশ্বদ্যিালয়ের সহকারী অধ্যাপক হাসানুল ইসলামও। স্বেচ্ছাসেবক মনোনয়নের কাজটি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। গতকাল এক বিজ্ঞপ্তিতে স্বেচ্ছাসেবকদের তালিকা প্রকাশ করেছে বাফুফে।
স্বাগতিক দেশ কাতারের বিপক্ষে ইকুয়েডরের ম্যাচ দিয়ে রোববার পর্দা উঠবে এবারের বিশ্বকাপের। ২৮ দিনব্যপী এই ফুটবল মহাযজ্ঞের পর্দা নামবে আগামী ১৮ ডিসেম্বর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন