নগরীর বাকলিয়া থানার কর্ণফুলী সেতু এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকেরা। ঘোষণা ছাড়াই দুটি কারখানা বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বকেয়া বেতন ভাতা প্রদানের দাবিতে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে অবরোধ কর্মসূচি শুরু হয়। এর ফলে মহানগরীর অন্যতম ব্যস্ত এই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। চরম দুর্ভোগের শিকার হচ্ছেন মানুষ। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম ইনকিলাবকে জানান, ডিপ অ্যাপারেলস কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন ভাতার দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ করছে। সড়ক অবরোধ করে বিক্ষোভ করায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
শিল্পাঞ্চল পুলিশের কর্মকর্তা সেলিম নেওয়াজ জানান, মালিক পক্ষ দুটি কারখানায় লে অফ ঘোষণা করে। এ, প্রতিবাদে শ্রমিকেরা রাস্তায় নেমে এসেছে । আমরা দুই পক্ষের সাথে কথা বলেছি। মালিক পক্ষ আগামী ১২ ডিসেম্বরের মধ্যে সব পাওনা পরিশোধ করতে সম্মত হয়েছে। কারখানা দুটিতে ৬০০ শ্রমিক আছে বলে জানিয়েছেন তিনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন