শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ১২:৪৮ পিএম

সোনালী ব্যাংক স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের ৯১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আগামী দুই বছর আলাউদ্দিন তুষার সভাপতি ও মোজাম্মেল হক লেনিন সাধারণ সম্পাদক হিসেবে কমিটিতে দায়িত্ব পালন করবেন।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সোনালী ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কমিটির সহ-সভাপতি পদ পেয়েছেন সোহেল তালুকদার, মো. রফিকুল ইসলাম, মো. আমিনুল ইসলাম সুমন, প্রলয় চক্রবর্ত্তী। যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন-মো. মুর্তজা কামাল, মো. রুহুল আমিন, মো. রফিকুল ইসলাম, মো. আরিফুর রহমান।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন- রোকনুজ্জামান শিমুল, শেখ আহসান সাকির, মো. শফিকুল ইসলাম, মীর এহসানুল হক তুর্য্য ও মো. মোস্তফা।

কমিটিতে অর্থ সম্পাদক (কোষাধ্যক্ষ) হয়েছেন দিলীপ কুমার রায়, দপ্তর সম্পাদক হয়েছেন মো. শহীদুজ্জামান, উপ-দপ্তর সম্পাদক সোহেলুর রহমান, প্রচার সম্পাদক ফকর উদ্দিন মানিক ও আইন সম্পাদক হয়েছেন মো. জামাল উদ্দিন।

কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শওকত হোসেন সজল এবং সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ শিমুল স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের কমিটি অনুমোদন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন