রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তৃণমূলে কুস্তির ক্যাম্প

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২২, ৭:৩৮ পিএম

দেশের কুস্তিতে সাবেক তারকা খেলোয়াড় শিরিন সুলতানা এখন অতীত হওয়ায় বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলা তিথি রায়রা ম্যাট মাতাচ্ছেন। তবে আন্তর্জাতিক আসর থেকে আসছে না ছিটেফোটা সাফল্যও। তাই সেরা কুস্তিগীরদের খুঁজতে তৃণমূলে নজর দিয়েছেন বাংলাদেশ রেসলিং ফেডারেশনের কর্তারা। ভবিষ্যত কুস্তিগীর খুঁজতে দেশের বিভিন্ন বিভাগ ও জেলায় চষে বেড়াচ্ছেন তারা। ইতোমধ্যে যশোর ও নড়াইলে ১৫ দিনব্যাপী তৃণমূলের ক্যাম্প হয়েছে। ২৪ নভেম্বর থেকে রাজশাহী বিভাগে এবং পরদিন চাঁপাইনবাবগঞ্জে শুরু হবে ১৫ দিনব্যাপী কুস্তির ক্যাম্প। এ প্রসঙ্গে ফেডারেশনের যুগ্ম সম্পাদক মেজবাহউদ্দিন আজাদ শুক্রবার বলেন,‘২০১৫ সালে একবার জাতীয় ক্রীড়া পরিষদ তৃণমূল প্রশিক্ষণ কার্যক্রম করেছিল। যেখান থেকে উঠে এসেছিল অনেক কুস্তিগীর। এবার আমরা নিজেরাই বিভিন্ন বিভাগ ও জেলায় তৃণমূলের কার্যক্রম শুরু করেছি।’

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন