শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইউক্রেনে বিদ্যুৎহীন ১ কোটি বাসিন্দা, প্রচণ্ড শীতে অসংখ্য মৃত্যুর আশঙ্কা

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ১১:১৮ এএম

ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। নতুন করে রুশ বাহিনীর হামলায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রগুলো। এতে অন্ধকারে ডুবেছে বিস্তীর্ণ এলাকা। প্রবল শীতে বিদ্যুৎহীন অন্তত ১ কোটি ইউক্রেনীয় বাসিন্দা। এই শীতে অনেক শিশু এবং বৃদ্ধ মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

সাংবাদিক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যা যা করা যায়, আমরা করছি।”

তিনি জানিয়েছেন, এয়ার ডিফেন্স সিস্টেমে ৬টি ক্রুজ মিসাইল ও পাঁচটি ড্রোন ধ্বংস করেছেন তারা। কিন্তু তাতেও লাভ হচ্ছে না।
শীত আসার আগে যুদ্ধ কীভাবে থামানো যায়, তা নিয়ে এক সময় দীর্ঘ আলোচনা চালিয়েছিল ইউক্রেন-সহ ইউরোপের দেশগুলো। কিন্তু সে আলোচনা সফল হয়নি। এখন শীতের মধ্যে জ্বালানি কেন্দ্র ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ঘটনা ঘটছে। এতে ইউক্রেনের বিদ্যুৎ ভাণ্ডারে টান পড়তে শুরু করেছে। মাঝেমধ্যেই অন্ধকারে ডুবছে বিস্তীর্ণ এলাকা। সূত্র: সিএনবিসি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন