মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাদারীপুরে ৪ ডাকাতের কারাদন্ড

মাদারীপুর থেকে স্টাফ রিপোর্টার, | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২২, ৫:১৯ পিএম

মাদারীপুরে ডাকাতির প্রস্তুতি মামলায় সোমমার দুপুরে চার আসামিকে ৬ বছর করে কারাদন্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এর বিচারক লায়লাতুল ফেরদৌস। সাজাপ্রাপ্ত চার আসামির মধ্যে পশ্চিম রাস্তি এলাকার রাজ্জাক খাঁ’র ছেলে রহিম খাঁ (৩৮) আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিনজন পলাতক রয়েছেন। সাজা প্রাপ্তরা হলো মাদারীপুরের পশ্চিম রাস্তি এলাকার রাজ্জাক খাঁ’র ছেলে রহিম খাঁ, রাজৈর উপজেলার হৃদয়নন্দী গ্রামের ফরহাদ শেখের ছেলে রিপন শেখ, শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার মলংচড়া গ্রামের মনো দপ্তরীর ছেলে মাসুম দপ্তরী, ব্রা²নবাড়িয়া জেলার বাঞ্চারামপুর উপজেলার লুফন্দি গ্রামের শাহ আলম খানের ছেলে সোহেল খান।

মাদারীপুর জেলা জজ আদালতের পি.পি সিদ্দিকুর রহমান সিং বলেন, মাদারীপুর সদর উপজেলার পশ্চিম রাস্তি এলাকার বাবুল শরীফের বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে ২০১৫ সালের ৭ ডিসেম্বর ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে রাম দাসহ ডাকাতির অন্যান্য মালামালসহ গ্রেফতার করে সদর থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ মামলার আরেক আসামিকে গ্রেফতার করে। মামলায় চারজন আসামির সকলকেই ছয় বছর করে সাজা প্রদান করা হয়। ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদন্ড প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালত এর বিচারক লায়লাতুল ফেরদৌস। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন