সাউথ এশিয়ান ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতার প্রথম দিনেই বাজিমাত বাংলাদেশের। কারাতে ফেডারেশনের সিনিয়র ও এবং বান্দরবানের জুনিয়ররা চমক দেখিয়েছেন। কলম্বোয় অনুষ্ঠিত টুর্নামেন্টে গতকাল প্রথম দিনে তিনটি স্বর্ণসহ ১৩টি পদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের ক্যাডেট বিভাগে রইতুম ম্রো, সিনিয়র বিভাগে সায়মা জামান এবং ছেলেদের ক্যাডেট বিভাগে থিংকিউ একটি করে স্বর্ণপদক জেতেন। পাঁচটি রুপার মধ্যে সিনিয়র বিভাগে নাইমা খাতুন, হউমাই চাক ও সবুজ মিয়া এবং ক্যাডেট বিভাগে চাই লু য়ে ও অনূর্ধ্ব-২১ বিভাগে নুমে মারমা একটি করে জিতেছেন। এছাড়া মেয়েদের সিনিয়র দলগত কাতা, ক্যাডেটে রইতুম ম্রো, সিনিয়র বিভাগে হাসান খান সান, জান্নাতুল ফেরদৌস ও রাবেয়া সুলতানা একটি করে ব্রোঞ্জ জেতেন। আজ দ্বিতীয় দিনের খেলায় আরও পদকের প্রত্যাশা করছেন দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টু।
স্পোর্টস রিপোর্টার : সাউথ এশিয়ান ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতার প্রথম দিনেই বাজিমাত বাংলাদেশের। কারাতে ফেডারেশনের সিনিয়র ও এবং বান্দরবানের জুনিয়ররা চমক দেখিয়েছেন। কলম্বোয় অনুষ্ঠিত টুর্নামেন্টে গতকাল প্রথম দিনে তিনটি স্বর্ণসহ ১৩টি পদক জিতেছে বাংলাদেশ। মেয়েদের ক্যাডেট বিভাগে রইতুম ম্রো, সিনিয়র বিভাগে সায়মা জামান এবং ছেলেদের ক্যাডেট বিভাগে থিংকিউ একটি করে স্বর্ণপদক জেতেন। পাঁচটি রুপার মধ্যে সিনিয়র বিভাগে নাইমা খাতুন, হউমাই চাক ও সবুজ মিয়া এবং ক্যাডেট বিভাগে চাই লু য়ে ও অনূর্ধ্ব-২১ বিভাগে নুমে মারমা একটি করে জিতেছেন। এছাড়া মেয়েদের সিনিয়র দলগত কাতা, ক্যাডেটে রইতুম ম্রো, সিনিয়র বিভাগে হাসান খান সান, জান্নাতুল ফেরদৌস ও রাবেয়া সুলতানা একটি করে ব্রোঞ্জ জেতেন। আজ দ্বিতীয় দিনের খেলায় আরও পদকের প্রত্যাশা করছেন দলের কোচ মোয়াজ্জেম হোসেন সেন্টু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন