বগুড়ায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান
উড্ডয়নের অল্পসময়ের পরই জরুরি অবতরণ করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১ টায়
ছোট আকারের বিমানটি বগুড়া সদরের এরুলিয়ায় ফ্লাইং ইন্সট্রাকটর স্কুলের রানওয়ে
থেকে উড্ডয়ন করে।
কয়েক মুহুর্ত পরই বিমানটি ট্রেনিং স্কুল থেকে হুড়মুড় করে ১ কিলোমিটার দুরে অবতরণ করে। এতে বিমানটির সামান্য ক্ষতি হলেও পাইলটকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে দেখা গেছে।
ঘটনার পরপরই বিমান বাহিনীর উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। তবে তারা সাংবাদিকদের সাথে কোন কথা বলেননি।
বিমানটি পি - ৬ প্রকৃতির বলে আইএসপিআর জানিয়েছে।
মন্তব্য করুন