এক শান্ত নিবিড় গ্রাম,
গ্রামের আলো-বাতাস, সোঁদা মাটির গন্ধে আমার বেড়ে ওঠা। পাখির কলকাকলি, মসজিদের আজানের ধ্বনিতেই আমার ভোর হয়। সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য দেখে পুলকিত হই আনন্দে হারিয়ে যাই ওপার সুখরাজ্যে।
সবুজ শ্যামল প্রকৃতি বড়োই মনোরম,
অপূর্ব ছায়াঘেরা অবারিত সবুজের সমারোহ আমার চারপাশে খেলা করে। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য
সরষে ফুলের মায়াবী হাসি নয়নকাড়ে, যতোই দেখি মন ভরে। পূর্ণিমা রাতে ঝলমল করে চারপাশ
চাঁদ যেনো হাতছানিতে কাছে ডাকে, অসংখ্য তারার ঝলকানিতে মানুষ পথ চেনে ঘরে ফিরে। কি যে আনন্দ! অমাবস্যা তিথিতে জোনাক পোকার আলো বনবাদাড়ে দৃষ্টি কাড়ে, কি অপরূপ দেখতে প্রকৃতি যেনো খুঁজে পায় নতুন প্রাণ। পাখপাখালির কিচিরমিচির
শুকনো পাতার মর্মর ধ্বনি অন্তরে দাগ কাটে।
এদিকে নদীর শান্ত মধুর স্রোত আর ঢেউয়ের ছন্দ
যেনো ভালোলাগার সীমারেখা অতিক্রম করে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন