পটুয়াখালীর মির্জাগঞ্জে একটি ভ্যারাইটিজ দোকান আগুনে পুড়ে সম্পুর্ণ ছাই হয়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৃহস্পতিবার দিবাগত ভোররাতে উপজেলার মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের আনন্দবাজার এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানাযায়, দোকানের মালিক ওই গ্রামের মৃত তোফাজ্জল শিকদারের ছেলে পান্না সিকদার (৫৫) বৃহস্পতিবার রাত ৯টায় দোকান বন্ধ করে বাসায় চলে যায়। ওইদিন ভোররাতে স্থানীয় বাসিন্দা মোঃ ফরিদ খান ঢাকা থেকে এসে বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে ওই দোকানে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়দের ডাকাডাকি করে। পরে স্থানীয়রা এসে দোকান মালিককে খবর দেয় কিন্তু ততক্ষণে দোকানটি আগুনে সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা স্থানীয়দের।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক পান্না সিকদার বলেন, আমার পরিবারের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল দোকানটি পুড়ে যাওয়ায় আমি এখন নিঃস্ব। আমার দোকানের ভিতরে থাকা ১টি ফ্রিজ, ১টি টিভি ও গ্যাস সিলিন্ডারসহ দোকানের মালামাল পুড়ে দুই লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি সরকারের কাছে সাহায্যের দাবি জানাই। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে দোকানটি দিয়েছি। এখন আমি কিভাবে ঋণের টাকা পরিশোধ করব? এ কথা বলে তিনি বারবার কান্নায় ভেঙে পড়েন।
মির্জাগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোঃ মনির হোসেন বলেন, আমরা এখন পর্যন্ত এ ধরনের কোন সংবাদ পাইনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন