শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

প্রধানমন্ত্রীর কাছ থেকে পদক নিলেন মাদরাসা ছাত্র সিফাত

| প্রকাশের সময় : ১৯ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে পদক গ্রহণ করলেন সীতাকু-ের বড়দারোগাহাট সিরাজুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী সালাহ উদ্দিন সিফাত।
সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমস্থান অধিকারী সিফাতের হাতে পুরষ্কার তুলে দেন। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্থানের জন্য সালাহ উদ্দিন সিফাত ২০১৫ সালে উপজেলা এবং বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে।
সীতাকু- উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদাইনগর গ্রামের নিজাম উদ্দিনের পুত্র সালাহ উদ্দিন সিফাত জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৬ উপলক্ষে এই প্রতিযোগিতায় অংশ নিয়ে ছিল। চলতি বছর অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এ’ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছেন সে।
এদিকে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে জাতীয় পর্যায়ে বক্তৃতা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করার সালাহ উদ্দিন সিফাতকে অভিনন্দন জানিয়েছেন বড়দারোগাহাট সিরাজুল উলুম ইসলামিয়া দাখিল মাদরাসা কর্তৃপক্ষ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন