গফরগাঁও উপজেলা সংবাদদাতাঃ ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় মুহাম্মদ রিয়াদ নামে এক যুবককে (৩৪) এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত ৯টায় পাগলা থানার লংগাইর ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ কান্দিপাড়া সরকার বাড়ির বীরমুক্তিযোদ্ধা মুহাম্মদ আহসান উল্লাহ ফেরদৌসের জেষ্ঠ ছেলে । পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার উস্থি ইউনিয়নের কান্দিপাড়া সরকার বাড়ি এলাকার বীরমুক্তিযোদ্ধা আহসান উল্লাহ ফেরদৌসের জেষ্ঠ ছেলে রিয়াদ (৩৪) শুক্রবার রাত ৯টায় লংগাইর ইউনিয়নের বড়দিঘির পাড় এলাকায় বসে ছিলেন। এ সময় পূর্বশত্রুতার জেরধরে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুত্বর আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে গফরগাঁও উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টায় কর্তব্যরত ডাঃ মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উস্থি ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের মুহাম্মদ হাসেন আলীর ছেলে বিপুল (২৪), ও নয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে খোকন (২৮) কে আটক করেছে পুলিশ। পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুজ্জামান বলেন, তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি তবে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ রিপোর্ট লেখা ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে । জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন