ঘরোয়া ফুটবলের মৌসুমসূচক টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়ে এক মৌসুম পর টুর্নামেন্টের শিরোপা পুনরুদ্ধার করলো বসুন্ধরা কিংস। সোমবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে শেখ রাসেল ক্রীড়া চক্রকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা কাপের শিরোপা জিতলো কিংসরা। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ২-২ গোলে অমিমাংসিত ছিল। অতিরিক্ত ৩০ মিনিটের খেলায়ও ছিল সমতা। নির্ধারিত সময়ের চারটি গোলই হয়েছে প্রথমার্ধে। ম্যাচ শুরুর প্রথম মিনিটেই ব্রাজিলিয়ান মিগুয়েলের গোলে এগিয়ে যায় বসুন্ধরা কিংস (১-০)। ১২ মিনিটে নাইজেরিয়ান এমফন সানডের গোলে ম্যাচে ফেরে শেখ রাসেল (১-১)। ৩২ মিনিটে আইভরিকোস্টের চার্লস দিদিয়েরের গোলে লিড নেয় শেখ রাসেল (২-১)। তবে ম্যাচের ৪৫ মিনিটে গোল করে সমতা আনেন কিংসের আরেক ব্রাজিলিয়ান রবসন (২-২)। নির্ধারিত সময়ের খেলা অমিমাংসিত অবস্থায় শেষ হলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে কোন পক্ষ গোল করতে পারেনি। ফলে ফলাফল নির্ধারণের জন্য টাইব্রেকারের ব্যবস্থা করা হয়। যেখানে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর অসাধারণ দক্ষতায় ম্যাচ জিতে নেয় স্প্যানিশ কোচ অস্কার ব্রুজেনের দল। টাইব্রেকারে দুটি শট রুখে দিয়ে ম্যাচের নায়ক বনে যান জিকো। টাইব্রেকারে প্রথম চারটি শটেই বসুন্ধরা কিংসের হয়ে গোল করেন যথাক্রমে রবসন দ্য সিলভা রবিনহো, ডরিয়েলটন, রেজা খানজাদেহ ও আনিসুর রহমান। কিন্তু শেখ রাসেলের প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন সোহেল রানা। দ্বিতীয় শটে হেমন্ত ভিনসেন্ট সফল হলেও তৃতীয় শটে খালেকুজ্জামানকে আটকে দেন জিকো। এতেই শিরোপা উল্লাসে মাতে বসুন্ধরা কিংস। ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন কিংস গোলরক্ষক জিকো।
টুর্নামেন্টের আগের আসরে ঢাকা আবাহনীর কাছে শিরোপা খুইয়ে রানার্সআপ ট্রফি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল বসুন্ধরাকে। এবার ঢাকার আকাশী-হলুদরা তৃতীয় স্থান পেয়ে টুর্নামেন্ট শেষ করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন