মীরসরাই ইকোনমিক জোন এলাকায় বাস চাপায় ১ অটোরিকশা চালক নিহত হয়েছে। এছাড়া ১৩ বছরের এক কিশোরের একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে ।
বৃহস্পতিবার ( ৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চলে চরশরৎ এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ইকোনমিক জোন এলাকায় মডার্ণ সিনটেক্স লিঃ এর শ্রমিক কর্মচারী বহনকারী একটি চয়েস বাস (ঢাকা মেট্রো ব- ১৪-৪৪৭৭) একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক শরিফুল (১৮) মারা যায়। নিহত শরিফুল ইছাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরশরৎ এলাকার মেরাজের ছেলে। এছাড়া আহত হয় প্রিয়তাপ (১৩) নামের আরো কিশোর। কিশোর প্রিয়তাপের এক পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পাঞ্চল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ হাবিব জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। আহত কিশোর প্রিয়তাপকে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দূর্ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন