প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু আগে বিশেষ হেলিকপ্টারযোগে কক্সবাজার এসে পৌঁছান।
তিনি সকালে বিশেষ হেলিকপ্টারে ইনানী আর্মি রেস্টহাউজে পৌঁছালে সেখানে সংশিষ্ট নেতা ও সরকারী কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী ইনানী সৈকতে উদ্বোধন করবেন ২৮ টি দেশের অংশ গ্রহণে একটি নৌমহড়া।
বাংলাদেশে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক ফ্লিট রিভিউ ২০২২। কিছুক্ষণের মধ্যে এটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কক্সবাজারের ইনানীতে বিশ্বের মোট ২৮টি দেশের নৌবাহিনীর প্রধান/উচ্চপদস্থ নৌ প্রতিনিধিগণ এবং বাংলাদেশ নৌবাহিনীসহ বিশ্বের ০৭টি দেশের উল্লেখযোগ্য সংখ্যক যুদ্ধজাহাজ, মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট এবং হেলিকপ্টার এই আইএফআর এ অংশগ্রহণ করছে।
এর পরে তিনি বিকেলে কক্সবাজার শহরের শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত আওয়ামী লীগের জনসভায় ভাষণ দেবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন