রাত তুমি আমার একান্ত আরাধনা
অন্ধকার তুমি আমার প্রেয়সীর হৃদপি পাতা,
অনায়াসে স্মৃতিগুলোকে বুকে চেপে লক্ষ আলোকবর্ষে পরিভ্রমণ করছি,
তুমি নদীর তীর ঘেঁষে হেঁটে যাচ্ছি-
কত সহজ তোমাকে কাছে পাওয়া!
এ জীবনে আর কি লাগে বলতো!
রাত আকাশ নক্ষত্রের নিবিড় মেলবন্ধনে তোমার স্পর্শ পাচ্ছি খুউব,
অন্ধকারে ঘোর সবুজের বৃত্তবন্দী কর্মশালা
জলের পাখায় ভর করে ছুটে আসছে গহীন মুক্তানন্দ,
শহরের আশেপাশেই কাদামাটির আঁষটে গন্ধ
স্রোতস্বিনীর ঢেউয়ের মনোরম মুগ্ধতা
সমাজ আমাকে পাবে না আর কখনো
এতো রহস্য আর মুগ্ধতার মোহজাল ছেড়ে মৃত্যুপুরে ফিরে যেতে চায় কে বলে!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন