কতো রাত নিঃশব্দে ক্রন্দনে বুক ভাসে হায়,
বোবা নিঃশ্বাস চেপে বসেছে রক্তের কণিকায়।
অস্ফুট স্বরে দীর্ঘদিনের অব্যক্ত কষ্ট গুলো,
হৃদপিÐে কামড় দিয়েছে বিষাক্ত ফণা তুলে।
তব্ওু বেঁচে আছি যন্ত্রণা গুলো বয়ে নিয়ে,
দগদগে ক্ষত গুলো তুষের আগুন দেয় জ্বালিয়ে।
বিভীষিকাময় জীবন টেনে চলেছে দিনগুলো,
হয়তো নিঃশব্দে নিঃশ্বাসে মিশে গেছে কষ্ট গুলো।
চেপে রাখা কথা গুলো একটা সময় জ্বলে ওঠে,
ভুলে যেতে চাইলেও ফিরে আসে দমকা হাওয়ায় মতো।
চোখের কোণে জমে থাকা জল ঝর্ণা হতে জানে,
তাই মনের অজান্তেই ছুটে যায় সাগরের বুকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন