বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নারী বিশ্বকাপ বাছাইপর্ব কঠিন গ্রুপে বাংলাদেশ

| প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আগামী ২৬ জুন থেকে ২৩ জুলাই ইংল্যান্ডে অনুষ্ঠেয় ১০ জাতির নারী বিশ্বকাপকে সামনে রেখে কলম্বোতে আগামী ৭ থেকে ২১ ফেব্রুয়ারি বসছে নারী বিশ্বকাপ বাছাইপর্ব। নারী বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, স্বাগতিক ইংল্যান্ড, সাবেক চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবং টি-২০ চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ অংশগ্রহণ করবে সরাসরি। কলম্বোর বাছাইপর্ব থেকে সেরা ৬ দল চূড়ান্ত পর্বে খেলার ছাড়পত্র পাবে। বাছাইপর্বের ৫০ দিন আগে গতকাল গ্রুপিং এবং সূচি চূড়ান্ত করেছে আইসিসি।
‘এ’ গ্রুপে আছে ভারত, শ্রীলংকা, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে এবং থাইল্যান্ড। শক্তিশালী ‘বি’ গ্রুপে বাংলাদেশ প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দ.আফ্রিকা, পাকিস্তান, স্কটল্যান্ড এবং পাপুয়া নিউগিনিকে। সুপার সিক্সে উঠতে হলে গ্রুপে সেরা তিন এ থাকতে হবে বাংলাদেশ নারী দলকে। আগামী ৮ ফেব্রুয়ারি বাংলাদেশ নারী দল বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে অবতীর্ণ হবে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচটি হবে  কলম্বোর পি সারা স্টেডিয়ামে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন