শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পদ্মা নদীতে ধরা পরেছে ১৫ কেজির বোয়াল ও ১৩ কেজির কাতল

রাজবাড়ী জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ৩:৩০ পিএম

পদ্মা নদীতে পানি হ্রাস পাওয়ায় ধরা পরছে বড় বড় মাছ। সোমবার পদ্মা নদীতে ধরা পরেছে সাড়ে ১৪ কেজির বোয়াল, ১৩ কেজি ও সাড়ে ১২ কেজির দু’টি কাতল মাছ। মাছ ৩টি ক্রয় করেছেন দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী মৎস্য আড়তের চান্দু।
দৌলতদিয়া ফেরি ঘাটের চাঁদনী মৎস্য আড়তের চান্দু বলেন, পদ্মা নদীতে পানি কমার সাথে সাথে বড় বড় মাছ ধরা পড়ছে। জেলে বাসুদেব হলদারের জালে সাড়ে ১৪ কেজি ওজনের একটি বোয়াল, ১৩ কেজি ও ১২ কেজি ওজনের দু’টি কাতল মাছ ধরা পড়ে। দৌলতদিয়া ফেরি ঘাটে বিক্রির জন্য আনলে সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল ২হাজার ৪শত ৫০ টাকা কেজি দরে ৩৫ হাজার ৫২৫ টাকা ও ১৩ কেজি ওজনের কাতল ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ৫৫০ টাকা এবং ১২ কেজির কাতল ১হাজার ৩শত টাকা কেজি দরে ১৫ হাজার ৬শত টাকায় ক্রয় করেছি। প্রতি কেজিতে ১শত টাকা করে বেশি পেলেই বিক্রি করবো। ইতিমধ্যে দেশের বিভিন্ন ব্যবসায়ীদের সাথে ফোনে যোগাযোগ করা হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন