শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

‘৯৭৪’ স্টেডিয়ামটি চেয়েছে বাফুফে!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২২, ৯:০৪ পিএম

কাতার বিশ্বকাপের ৮ ভেন্যুর একটি ‘৯৭৪’ স্টেডিয়াম। কাতার সরকার এই স্টেডিয়ামটি যে কোনো একটি দেশকে অনুদান হিসেবে দিতে চেয়েছে। এ সুযোগটিই নিতে চাইছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ‘৯৭৪’ স্টেডিয়ামটি অনুদান হিসেবে পেতে ইতোমধ্যে কাতার দূতাবাসের মাধ্যমে সরকারি পর্যায়ে আনুষ্ঠানিকভাব অনুরোধ করেছে বাফুফে। তথ্যটি সোমবার নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে কাতারের কাছে স্টেডিয়ামটি চেয়ে রেখেছি আমরা। একাধিকবার এ নিয়ে তাদের সঙ্গে আমাদের কথাও হয়েছে। এখন স্টেডিয়ামটি যদি পাওয়া যায় সেটা কোথায় স্থাপন করা হবে এ নিয়ে সরকারের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। বিষয়টি নিয়ে আগামীকাল (আজ) আমরা কথা বলবো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে।’

কাতারের রাজধানী দোহা থেকে ১০ কিলোমিটার পূর্বে পারস্য সাগরের তীর ঘেঁষে নির্মাণ করা হয় ‘৯৭৪’ স্টেডিয়ামটি। শুধু শিপিং কন্টেইনার ও স্টিল দিয়ে তৈরি হয়েছে এই স্টেডিয়াম। এর বিশেষত্ব হলো স্টেডিয়াম নির্মাণের জন্য ৯৭৪টি কন্টেইনার ব্যবহার করা হয়েছে। গত ২২ নভেম্বর মেক্সিকো-পোল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে অভিষেক হয়েছিল অভিনব এই স্টেডিয়ামের। পরে ব্রাজিল ও সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনা ও পোল্যান্ডের ম্যাচসহ ৭টি খেলা হয়েছে এখানে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন