শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

৫ দিনই খেলতে চায় বাংলাদেশ

রুমু, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৩ ডিসেম্বর, ২০২২, ১২:০১ এএম

ওয়ানডে সিরিজ জয়ের পর স্বস্তিতে বাংলাদেশ। তবে সাদা পোশাকে বরাবরই দুর্বলতা রয়েছে দলটির। আগামীকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হচ্ছে দুই টেস্ট ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ভারত। পিঠের ইনজুরির কারণে প্রথম দুই ওয়ানডেতে অনুপস্থিত থাকলেও শেষটিতে খেলেছিলেন পেসার তাসকিন আহমেদ। সেই ম্যাচটিতে দুটি উইকেট নিলেও পুরোপুরি ছন্দ খুঁজে পাননি। তাই চট্টগ্রামে প্রথম টেস্টে তার একাদশে থাকা নিয়ে রয়েছে সন্দেহ। তারপরও গতকাল দলের প্রতিনিধি হয়ে এলেন তিনিই। জানালেন টেস্টের পাঁচ দিনই খেলতে চায় বাংলাদেশ। ভারতের অধিনায়ক লোকেশ রাহুল জানালেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে সিরিজ জিততে মরিয়া তার দল।
গতকাল সাগরিকায় অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেছেন, ‘টেস্টে আমাদের রেকর্ড খুব ভালো নয়। আপনারা সবাই জানেন, আমরাও জানি। কিন্তু আমাদের ফোকাস একটাই-উন্নতি করা সব ফরম্যাটে। আমাদের সব থেকে শক্তিশালি দিক হচ্ছে ওয়ানডে। টি২০ আর টেস্টে আমাদের লক্ষ্য উন্নতি করা। আমরা কাজ করছি নিজেদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্য। চট্টগ্রামের এই উইকেটে আসলে বেসিকের বাইরে কিছু করার নেই। নিজেদের সামর্থ্যটা মাঠে বাস্তবায়ন করতে হবে।’ বাংলাদেশ এ পর্যন্ত যে কয়টি টেস্ট জিতেছিল, তার সবক’টিই পঞ্চম দিনে গড়িয়েছিল ম্যাচ। এবারও সেদিকেই চোখ করেছে দল বলে জানালেন সেরা এই পেসার, ‘আমরা টেস্টে যেক’টি জয় পেয়েছি তার সবগুলোই ৫ দিনে গড়িয়েছিল। এখানেও লক্ষ্য থাকবে উইকেট যেমনই থাকুক, পঞ্চম দিনে যদি যেতে পারি তখন একটা পজিটিভ কিছু আশা করা যাবে।’
গত বেশ কিছুদিন ধরে চোটের সঙ্গে লড়াই করলেও বাংলাদেশ পেস ব্রিগেডের বড় তারকার নাম তাসকিন। চট্টগ্রামের ব্যাটিং উইকেটে ফাস্ট বোলাররা কি করতে পারে, এমন প্রশ্ন ছিল তার কাছে। তাসকিন বলেছেন, ‘বেসিক জিনিসটা ঠিক রাখতে হবে। যেহেতু তেমন হেল্প থাকবে না, সেক্ষেত্রে দেখা গেছে ডিসিপ্লিন বোলিং এবং পুরনো বলে একটু রিভার্স সুইংয়ের চেষ্টা করাতে হবে। ডিসিপ্লিন আর ধৈর্য্য নিয়ে বোলিং করলে সফল হওয়ার সম্ভাবনা আছে।’ সবশেষে জানালেন চট্টগ্রাম টেস্টে নিজেকে দেখতে না পাওয়ার সম্ভাবনার কথা। তবে সেই সিদ্ধান্তের ভার টিম ম্যানেজমেন্টের উপরই ছেড়ে দিয়েছেন সময়ের সেরা এই গতি তারকা, ‘এই ম্যাচের আগে যদি বোলিং লোড পুরোপুরি হয়, যদি টিম ম্যানেজমেন্ট মনে করে আমি খেলব, তাহলে খেলব। যদি না হয়ে থাকে, তাহলে হয়তো এই টেস্টটা ম্যানেজমেন্ট নাও খেলাতে পারে। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টটা লক্ষ্য করতে হবে।’
তাসকিনের পরই সংবাদ সম্মেলন কক্ষে আসেন ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক লোকেশ রাহুল। শুরুতেই বললেন, সব প্রতিপক্ষকে একইভাবে ভারত!, ‘আমরা সবসময়ই প্রতিপক্ষকে একইভাবে দেখি, তারা যে-ই হোক না কেন। এই পর্যায়ে সেই দেশের সেরা ক্রিকেটাররা খেলে।’ তাতে কিছুটা আপ্লুত হতে পারে টেস্টে নিজেদের খুঁজে ফেরা বাংলাদেশ। তবে ধপ করেই ফেললেন মাটিতে। জানালেন, ‘যে বোলাররা আসবে, তারা চ্যালেঞ্জিং-ই হবে। আমরা ওয়ানডেতে বেশির ভাগ বোলারকেই খেলেছি, আমরা জানি তারা কেমন করে।’ ভারতীয় অধিনায়ক বলেন, ‘আপনি যেমন বলেছেন, তাদের কোয়ালিটি বোলার আছে। এটাই ক্রিকেটের সৌন্দর্য্য ও চ্যালেঞ্জ। প্রতিবার নতুন প্রতিপক্ষের বিপক্ষে, চ্যালেঞ্জ নিতে হবে সেরাদের বিপক্ষে। আমরা নিজেদের কাজটাতে নজর দেবো, দেখা যাক কীভাবে হয়।’
প্রথম টেস্টে রোহিতের না থাকা নিয়ে রাহুল বলেন, ‘রোহিত আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অভিজ্ঞ ও দলের অধিনায়ক সে। যখন অধিনায়ক ইনজুরিতে পড়েন, দল তাকে মিস করবেই। আমরা আশা করি সে দ্বিতীয় টেস্টে ফিরবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন