শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

ভারতকে অলআউটের সুযোগ হাত ছাড়ার আক্ষেপ

রুমু, চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৫ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

দিনটা হতে পারত নিখাদ বাংলাদেশের। পঞ্চাশের ভেতর ভারতের তিন উইকেট তুলে নেওয়ার পর বিপদজনক ঋষভ পন্তকেও ফেরানো গিয়েছিল সময়মতো। চেতশ্বর পূজারা আর শ্রেয়াস আইয়ারও ফিরতে পারতেন দ্রুত। এই দুজনকেই বাংলাদেশের ফিল্ডাররা জীবন দিলেন তিনবার। তারা তা কাজেও লাগালেন বেশ ভালোভাবে। তাতে যেখানে প্রথ দিনেই ভারতকে অলআউট করার উচ্ছ্বাসে মাততে পারতো বাংলাদেশ, উল্টো আক্ষেপে পুড়তে হচ্ছে সাকিব আল হাসানের দলকে।
গতকাল চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্টের প্রথম দিন শেষে ৯০ ওভারে ভারতের সংগ্রহ ৬ উইকেটে ২৭৮ রান। ২০৩ বলে সর্বোচ্চ ৯০ রান করে দিনের একদম শেষভাগে আউট হয়েছেন পূজারা। তার উইকেট পাওয়ায় মিলেছে কিছুটা স্বস্তি। তবে আরেক পাশে তিনবার জীবন পেয়ে অস্বস্তির কাটা হয়ে টিকে আছেন ৮২ রান করা শ্রেয়াস।
পুরো দিনে দলের সেরা বোলার তাইজুল ইসলাম। ৩০ ওভার হাত ঘুরিয়ে ৮৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। ৭১ রানে ২ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। বাকি উইকেটটি পান খালেদ আহমদ। পরে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসে তাইজুলেরও আক্ষেপ, সুযোগ মিস না করলে সম্ভব ছিল এদিনই ভারতকে অলআউট করার, ‘খুব সম্ভবত অঅমরা একটি সেরা সুযোগ হারালাম, ভারতকে অলআউট করার। এটা বলতে পারেন। হয়তো আমরা দশ-পনেরো ওভার থাকতে যদি পাঁচ-ছয়টা উইকেট ফেলতে পারতাম, অথবা আমরা সুযোগগুলো নিতে পারতাম। তখন সম্ভব ছিল। অসম্ভব ছিল না সেটা বলতে পারেন। অবশ্যই পূজারা অভিজ্ঞ ব্যাটার। তারা অনেক ভালো বুঝে। যেহেতু সে এটা বলছে... সে ব্যাট করছে, উইকেটের আচরণ বুঝতে পারছে। ও যেটা বলছে এটা ভালো বলছে। আমরা যখন খেলবো বা ব্যাটিং করবো আমাদেরও ফোকাস রেখে জুটি গড়তে হবে। তাহলে আমরাও ভালো কিছু করতে পারবো।’
উইকেটের ধরনও এখনও বুঝে উঠতে পারছেন না বলে জানান এই ঘূর্ণির জাদুকর, ‘অনেক সিরিজ খেলেছি, ডে বাই ডে ভালো হয়েছে উইকেট। কিন্তু এটাতে আমরা এখনও অনুমান করতে পারছি না কী হবে। আসলে এটা বলা কঠিন। যেহেতু উইকেটের আচরণ এখনও... বড় বড় টার্ন করেছে এমন না। সময় লাগবে হয়তো বা।’ তবে এই উইকেটেও প্রথম সেশনেই বিরাট কোহলির উইকেট পেয়েছেন তাইজুল। ভারতীয় ব্যাটারকে আউট করে উচ্ছ্বাসেও ভাসতে দেখা গেছে তাকে। এই উইকেট কি ক্যারিয়ারের জন্য স্মৃতি হয়ে থাকবে? তাইজুল বলছেন, ‘আমি কোহলির উইকেট তো আগেও পেয়েছি। এই উইকেট দিয়েই ক্যারিয়ার হাইলাইট করতে হবে এমন তো কিছু না।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন