বিজয় মানে উল্লাস,বিজয় মানে খুশি
সেই খুশিতে আত্মহারা নির্যাতিত বাঙালী
আত্মত্যাগ,জর্জরিত, পীড়িত এই জীবন
শত কষ্ট হলেও পেয়েছি স্বাধীনতার অর্জন
লেগেছিল সময় দীর্ঘ নয় মাস সাথে বুকের তাজা রক্ত নিজের জীবন বাজি রেখে ধরল তারা স্বাধীনতা শব্দ। লাখো শহীদের বিনিময়ে পেলাম বিজয়ের হাসি কতই না কষ্ট ছিল ভাই- বোনের এই গ্লানি। রক্তে রঞ্জিত গৌরবময় লাল সবুজ পতাকা অর্জনে বাংলার মানুষ খুশিতে দিশেহারা
ধর্ম,বর্ণ নির্বিশেষে সাড়া দিয়েছিল যেই ডাকে
স্বরণ করছে বাংলার মানুষ আজ সেই মহান ব্যক্তিকে। সহযোদ্ধা, সহকারী ছিল যারা তার সাথে
তাদেরও শ্রদ্ধা করে নিরহংকার অন্তর থেকে
নানা রকম উৎসব,অনুষ্ঠান করে তারা পালন
বিজয়ের মাস ডিসেম্বর, করে বাঙালী উদযাপন
রাজপথে দেখা যায় মুক্তিযুদ্ধ বিষয়ক সভা ও র্যালী
ইতিহাস জানার আগ্রহে শুনছে মানুষ তথ্য ও বাণী।
স্লোগানে মুখরিত হোক স্বাধীন বাংলা এইটাই আমার প্রত্যাশা ও শেষ ইচ্ছা
সর্বশেষে গভীর শ্রদ্ধা ও মাগফেরাত কামনা করি
আমরাও যেন তাদের মতো বীর বাঙালী হতে পারি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন