শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

চট্টগ্রাম টেস্টে ৪৭১ রানে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২২, ৫:০০ পিএম | আপডেট : ৫:০৩ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২২

ভারতের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে জিততে রেকর্ড গড়ে জিততে হবে টাইগারদের। শুক্রবার টেস্টের তৃতীয় দিন শেষে এখনও ৪৭১ রানে পিছিয়ে বাংলাদেশ।

ভারতের ৪০৪ রানের জবাবে বাংলাদেশ গুটিয়ে গিয়েছিল কেবল ১৫০ রানে। ফলে ২৫৪ রানে এগিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ২৫৮ রান করে ইনিংস ঘোষণা করেছে ভারত।  

এরপর ব্যাট করতে নেমে জোড়া সেঞ্চুরি পেয়েছেন সফরকারী দুই ব্যাটার। বাংলাদেশের সামনে তারা দাঁড় করিয়েছে ৫১৩ রানের লক্ষ্য।

ফলে চট্টগ্রাম টেস্টে এই জিততে হলে বাংলাদেশের দরকার রানের পাহাড় । বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষ বিনা উইকেটে ৪২ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত ২৫ ও জাকির ১৭ রানে অপরাজিত আছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন