শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাতীয়দলের অন্যতম নারী ফুটবলার মাসুরার সাতক্ষীরার বাড়ি থেকে ভ্যান চুরি

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২২, ৩:১৪ পিএম

জাতীয়দলের অন্যতম নারী ফুটবলার মাসুরার বাড়ি থেকে একটি ভ্যান চুরি হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময়ে সাতক্ষীরার বিনেরপোতা গ্রামের বাড়িতে এই ঘটনা ঘটে।

মাস খানেক আগে মাসুরা খাতুন তার বাবা রজব আলীকে ভ্যানটি কিনে দেন।
শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রজব আলী জানান, আমি আগে ভ্যানে করে সবজি ও ফল-ফলাদি বিক্রি করতাম। কয়েক বছর আমি তীব্র অসুস্থ্য হয়ে পড়ায় ব্যবসা করতে পারিনি। সম্প্রতি শারীরিক অবস্থা একটু ভালো হয়ে উঠায় মাসুরা আমাকে ত্রিশ হাজার টাকা দিয়ে একটি ভ্যান কিনে দেয়। তাতে আমি আরো ৮/১০ হাজার টাকা খরচ করে সবজি বিক্রি করার উপযোগী করি। ভ্যানটি আমি বাড়ির উঠানে তালা দিয়ে রেখেছিলাম। রাতের কোনো এক সময়ে চোরেরা বাড়ির গেটের তালা ভেঙে ভ্যানটি নিয়ে চলে যায়। এতে আমি দারুণভাবে বিপাকে পড়েছি।
সাতক্ষীরা সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান,রজব আলী থানায় অভিযোগ দিয়েছেন। ভ্যানটি উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন