শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লক্ষ্মীপুরের রামগতিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু

লক্ষ্মীপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২২, ৪:৪৩ পিএম

 লক্ষ্মীপুরের রামগতিতে দু’টি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) ভোর ৬টার দিকে রামগতি উপজেলার চরপোড়াগাছা ইউনিয়নের হারুন মার্কেট এলাকায় আলেকজান্ডার-সোনাপুর সড়কে দুর্ঘটনার শিকার হন তারা। পরে সকাল ১১টা থেকে বেলা ১২টার মধ্যে নোয়াখালীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন-চরপোড়াগাছা গ্রামের মো. আলাউদ্দিন (২৫) ও চরআলগী ইউনিয়নের চরআলগী গ্রামের আলী আকবর (২৭)।
স্থানীয়রা জানান, ভোরে ঘন কুয়াশার কারণে দেখতে না পাওয়ায় আলাউদ্দিন ও আকবরের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় পরে তাদের নোয়াখালী সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টা থেকে বেলা ১২টার মধ্যে তাদের মৃত্যু হয়।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন