বরগুনায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত জেলা আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক আনিসুজ্জামান তুহিন ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় মারা যান।
গত ১৪ ডিসেম্বর বিকেল সাড়ে চারটায় বরগুনা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে বের হওয়ার সময় উত্তর দিক থেকে প্রচণ্ড গতিতে মোটর বাইকে আসা জেলা যুবলীগের সহ-সভাপতি শাহাবুদ্দিন সাবুর বড় ছেলে সৌহার্দর মোটরবাইকটি তুহিনের মোটরবাইকের সাথে সংঘর্ষে দুজনই ছিটকে পড়ে উভয়েই মারাত্মকভাবে আহত হন। চারিদিক থেকে ছুটে আসা লোকজন ধরাধরি করে নিকটস্থ বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার উভয়কেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করেন। হাত-পা ভাঙাসহ মাথায় মারাত্মক আঘাত নিয়ে আনিসুজ্জামান তুহিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় তুহিনের মৃত্যু হলে পরিবার ও স্বজনসহ এলাকায় নেমে আসে শোকের ছায়া ।
যুবলীগ নেতা আনিসুজ্জামান তুহিন বরগুনা পৌরসভার নয়াকাটা গ্রামের মৃত সুলতান আহমেদের পুত্র। হাসনাইন নামের দুই বছরের এক পুত্রসন্তান, স্ত্রী, মাসহ বহু গুণাগ্রাহী রেখে গেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন