শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

অনিন্দ্য বিশ্রামাগার

আবুল খায়ের বুলবুল | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১২:০২ এএম

জেগে ওঠো যেতে হবে তোমাকে এখন
বিক্ষুব্ধ এই সাগরের জলরাশি পাড়ি দিয়ে
তোমাকে পৌঁছতেই হবে।
অগনন জনতা অপেক্ষার প্রহর গুনছে তোমার পথের
তোমার জ্বালাময়ী বক্তৃতা শোনার জন্য
ওরা সেই কবে থেকে অপেক্ষার প্রহর গুনছে।
দীর্ঘ ক্ষণের কষ্টের প্রহারে ওরা প্রায়শ ক্লান্ত
কিন্তু তবুও দেখো ওদের হাতে রয়েছে সাহস
তোমার হুকুম পেলেই ওরা ঝাপিয়ে পড়বে
অত্যাচারীর ওপর,ভেঙে ফেলবে তার সব।
ওরা বুভুক্ষু, নিদ্রাহীন চোখে এখনও চেয়ে আছে---
তোমার পথ পানে। তুমি এলেই ওরা বারুদ বৃষ্টি হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়বে দিক হতে দিগন্তে।
যত ব্যভিচার অশ্লীল কথোপতকথনের মূলে আঘাত করে
তছনছ করে দিবে সিমেন্ট সুরকি দিয়ে গাঁথা মিথ্যে রোধ করে দেবে সময়ের পথে আটকানো সকল বাঁধা, ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে সব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)