শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সাভারে লেগুনা-মিনিবাস মুখোমুখি সংঘর্ষে নিহত তিন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ডিসেম্বর, ২০২২, ১০:১০ পিএম

ঢাকার সাভারের লেগুনা ও মিনিবাস মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০জন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার রাত আনুমানিক পৌনে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শাখা সড়ক সিএন্ডবি-আশুলিয়া সড়কের কলমা এলাকার ঢাকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসির (৩৮), ফাহিম (২০) ও ফজলুল করিম (৩৬), । তবে তাৎক্ষনিক তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে নিহত একজনের সাথে আল মুসলিম গামের্ন্টসের আইড কার্ড পাওয়া গেছে বলে জানিয়েছেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দিপক চন্দ্র সাহা।
ওসি জানায়, লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হলে ৩জন ঘটনাস্থলেই মারা যায়। আহত কয়েকজনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা।
তবে দূর্ঘটনা সর্ম্পবে বিস্তারিত তথ্য তাৎক্ষনিক জানাতে পারেনি ওসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন