মাগুরা জেলা বিএনপির ইসলামপুর পাড়া কার্যালয পুলিশ অবরুদ্ধ করে রাখায় কেন্দ্র ঘোষিত শনিবারের বিক্ষোভ কর্মসুচি পালন করতে পারেনি মাগুরা জেলা বিএনপি। কর্মসুচি পালন করতে কর্মীরা সকাল ১১ টার দিকে অফিস প্রাঙ্গনে জড় হলে তাদরকে পুলিশ দাড়াতে দেয়নি। পরবর্তীতে দুপুর ১২ টার দিকে অফিস প্রাঙ্গন থেকে মাগুরা সদর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম তুষারকে এবং রাতে যুবনেতা হারুনকে পুলিশ গ্রেফতার করে। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আহসান হাবীব কিশোর বলেন, পুলিশ বিনা কারনে তার বাসভবন থেকে গ্রেফতার করেছে। এ ঘটনার তিনি তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মুক্তি দাবি করেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন