শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে কলেজ শিক্ষক নিহত

মাগুরা থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ সেপ্টেম্বর, ২০২১, ১০:২৩ পিএম

মাগুরায় মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষক নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে মাগুরা পৌর এলাকার বরুনাতৈল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম মো. উজ্জ্বল রহমান (৩৫)। তিনি মাগুরা সদর উপজেলার আলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে কর্মরত ছিলেন। তার বাড়ি শালিখা উপজেলার গজদূর্বা গ্রামে। তিনি শহরের কলেজপাড়ায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের সহকর্মী একই কলেজের শিক্ষক মো. ওয়ালিউজ্জামান বলেন, কলেজ শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে দুপুরে বাড়ি ফিরছিলেন উজ্জ্বল রহমান। পথে মাগুরার মহম্মদপুর আঞ্চলিক সড়কের বরুনাতৈল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ও ইজিবাইকের মধ্যে পড়ে যান তিনি। এতে মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়ে ঘটনাস্থলেই মারা যান । পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন