শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনাল বৃহস্পতিবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ডিসেম্বর, ২০২২, ৯:০৯ পিএম

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বৃহস্পতিবার। এদিন বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলে শিরোপার জন্য লড়বে সিলেট ও বরিশাল বিভাগ। একই ভেন্যুতে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনালে রংপুরের প্রতিপক্ষ খুলনা বিভাগ। ফাইনাল শেষে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণ করবেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মঙ্গলবার দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন ও ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মুহম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ ফুটবলের ফাইনাল ম্যাচে বিজয়ী চ্যাম্পিয়ন দলকে দেয়া হবে তিন লাখ টাকা এবং রানার্সআপরা পাবে দুই লাখ টাকা অর্থপুরস্কার। এছাড়া চ্যাম্পিয়ন দলের প্রত্যেক খেলোয়াড়কে চার আনা পরিমাণ স্বর্ণ এবং রার্নাসআপ দলের খেলোয়াড়দের ৩ ভরি ওজনের রুপার পদক দেওয়া হবে। একই পুরস্কার পাবে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলও।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন