জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠপুত্র স্বনামধন্য ক্রীড়া সংগঠক শেখ কামালের নামে চার বছর পর ফের দেশে বসচ্ছে বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসর। সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ২ জানুয়ারি থেকে দেশের ৪৯৫টি উপজেলায় শুরু হবে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস। চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। ১৬ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত গেমসের দ্বিতীয় পর্ব হবে ৬৪ জেলায়। ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত রাজধানী ঢাকায় হবে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের চূড়ান্ত পর্বের খেলা। বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় চূড়ান্ত পর্বের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার ২৪টি ডিসিপ্লিনে ৪২৯টি করে স্বর্ণ ও রুপা এবং ৫৬১টি ব্রোঞ্জপদকের জন্য লড়বেন প্রায় ৬০ হাজারের বেশি ক্রীড়াবিদ। এই গেমস আয়োজনের জন্য ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান পৃষ্ঠপোষক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালকে সাংগঠনিক কমিটির চেয়ারম্যান করা হয়েছে। এছাড়া গেমস উপলক্ষে গঠন করা হয়েছে ১৪টি উপ-কমিটিও। বুধবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) ডাচ-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিওএর সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু, টেকনিক্যাল উপ-কমিটির সদস্য সচিব ও বিওএর কোষাধ্যক্ষ একে সরকার, গেমসের প্রধান সমন্বয়ক ব্রিগেডিয়ার জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবং মিডিয়া কমিটির সদস্য সচিব সিরাজুদ্দিন আলমগীর।
সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত বাংলাদেশ যুব গেমসের প্রথম আসরে ডিসিপ্লিন ছিল ২১টি। এবার যুক্ত হয়েছে সাইক্লিং, রাগবি ও জিমন্যাস্টিক্স। গেমসকে সামনে রেখে গত ২৩ ডিসেম্বর ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে যুব গেমসের লোগো ও মাসকট উম্মোচন করেন সেনাপ্রধান এবং বিওএর সভাপতি জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদ। এবারের মাসকট বাবুই পাখি। যুব গেমসটি অনূর্ধ্ব-১৭ বয়সিদের জন্য হওয়ায় ২ জানুয়ারি ২০০৬ সালের পর জন্মগ্রহণকারী ক্রীড়াবিদরাই এতে খেলতে পারবেন। বয়স নির্ধারণের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে জন্মসনদকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে কোন প্রকার অভিযোগ থাকলে মেডিকেল কমিটির মাধ্যমে ক্রীড়াবিদদের বয়স যাচাই করা হবে। একটি উপজেলা সর্বাধিক আটটি (দুটি দলীয় ও ছয়টি ব্যক্তিগত) ডিসিপ্লিনে অংশ নিতে পারবে। যুব গেমসের প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংক। এছাড়া বেশ ক’টি সহযোগি পৃষ্ঠপোষকও থাকবে।
শেখ বশির আহমেদ বলেন, ‘মূলত সাউথ এশিয়ান (এসএ) গেমসের বিগত সময়ে পদক পাওয়া এবং আগামীতে পদকের সম্ভাবনাময় ডিসিপ্লিনগুলোকেই যুব গেমসে প্রাধান্য দেওয়া হয়েছে। যুব গেমসের সামনের আসরে ডিসিপ্লিনের সংখ্যা আরও বাড়বে বলে আমরা আশা করি।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন