রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

শীত এসেছে

কনক কুমার প্রামানিক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

উত্তর থেকে আসে বরফময় হিম শীতল পবন
হির হির কাঁপছে শিশু, বয়োবৃদ্ধ আর সকলে
সম্বলহীন নিঃস্বরা আগুন জ্বালে খড়কুটোয়
শান্ত নদীর জ্বলে ডুব দেয় পানকৌড়ির দল
চোখ জুড়ানো হলদে সর্ষে ফুলে মৌমাছির গুঞ্জন
উনুনের পাশে বসে শীতের পিঠাপুলি খাওয়ার ধুম
খেজুর গাছে রসের হাঁড়িতে পাখপাখালির দল
বেজায় আলসে সূর্যিটা আকাশে উঁকি দেয় পরে
কুয়াশার চাঁদর মুড়ি দিয়ে থাকে সমস্ত ধরণীর বুক
দুষ্ট ছেলেরাও লেপ মুড়ি দিয়ে থাকে বহু বেলা অব্দি
সাঁঝের মায়া নামে আসে দ্রুত এ পৃথিবীর বুক জুড়ে
দূর্বাদলে সোনালী রোদে শোভা বাড়ায় শিশির বিন্দু।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন