শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাহিত্য

প্রমাদ পথের আর্তি

নিঃশব্দ আহামদ | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ১২:০০ এএম

সন্ধ্যামগ্ন নীলিমায় ভেসে যাক,গুঁড়ো হাওয়া,শস্যের দানায়
সঞ্চিত কিছু শিশিরের জল,হোক তাতে ফল
পৃথিবীর প্রান্তে প্রান্তে সবুজের যতো সম্ভার
শীতবনে ছুঁয়ে যাক আবার বসন্ত সমাহার
অন্ধকার বিদীর্ণ করে হোক আলোর আহবাণ
মুছে সব জীর্ণ জরা এই পৃথিবীর পর
অপ শৃংখল চূর্ণ করে বিনীত নির্বাণ
ঐসব পুড়ে যাক,পুড়ে যাক কদর্য অন্তর
মানুষের চোখের কাছে,অনতিদূর যতো সীমা
হোক,আরও কল্লোলে যাক ভেসে সমুদ্দুর
হৃদে পূজারি সত্যের ,প্রেম ও প্রিয়তমা
কালোর মিছিল সরিয়ে দিক অস্তগামি লালিমা
হাক দূরীভূত আরও যতো অপসৃয়মাণ
লিখিবো লিখিবো হেমন্তে মানুষ জন্মের গান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন