শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল: চ্যাম্পিয়ন সিলেট ও রংপুর

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ ডিসেম্বর, ২০২২, ৯:০৫ পিএম | আপডেট : ৯:৩৫ পিএম, ২৯ ডিসেম্বর, ২০২২

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট ও রংপুর বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ও ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় এই টুর্নামেন্টে বালক ও বালিকা বিভাগের ফাইনাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। এদিন বনানীস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের ফাইনালে সিলেট টাইব্রেকারে ৫-৪ গোলে বরিশালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে নেয়। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমিমাংসিত থাকলে টাইব্রেকারে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয়। নির্ধারিত সময়ে সিলেটের ছয়ফুর রহমান ও বরিশালের সাহাদাত গাজী একটি করে গোল করেন।

একই ভেন্যুতে বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে খুলনাকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে রংপুর বিভাগ। চ্যাম্পিয়ন রংপুরের হয়ে শীলা আক্তার ও শান্তি মার্ডী একটি করে গোল করেন। রানার্সআপ খুলনার পক্ষে এক গোল শোধ দেন মানিয়া। ফাইনাল শেষে চ্যাম্পিয়ন দুই দলের অধিনায়কের হাতে ট্রফি ও ৩ লাখ টাকা করে অর্থ পুরস্কার তুলে দেন ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রানার্সআপ দুই দল ট্রফি ছাড়াও পায় ২ লাখ টাকা করে অর্থ পুরস্কার। প্রধানমন্ত্রী ছাড়াও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি, বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ, ক্রীড়া পরিদপ্তরের পরিচালক মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো.সালাউদ্দিন। জানা গেছে, জাতীয় প্রতিযোগিতা শেষে এই টুর্নামেন্ট থেকে বাছাইকৃত ৪০ জন করে বালক ও বালিকাদের দুই মাসের আবাসিক প্রশিক্ষণের ব্যবস্থা করবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রশিক্ষণ শেষে বাছাইকৃত প্রতিভাবান ১৫ জন করে বালক-বালিকাকে বিদেশে (ব্রাজিল/স্পেন) উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন