শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বাংলাদেশ সারা বিশ্বের কাছে একটি উজ্জ্বল নক্ষত্র -বিদ্যুৎ প্রতিমন্ত্রী

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২২, ৫:৩৩ পিএম

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে দেশ যেভাবে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে তাতে বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে একটি উজ্জ্বল নক্ষত্রে পরিনত হয়েছে। বাংলাদেশ এত দ্রুত উন্নতি করবে তা বহিরবিশ্ব কখনো ভাবতেও পারেনি। আমরা প্রধান মন্ত্রীর জন্য গর্বিত। আমরা প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু ও তার সুসাস্থ কামনা করছি। আমি আশা করছি আগামি বছর আমরা আরো ভালো থাকব। আমি সবাইকে আগামি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি আজ শুক্রবার সকালে আগানগর ইউনিয়ন পরিষদের সামনে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীত বস্ত্র বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ,দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ম,ই মামুন, আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী, আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট জাকির আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সভাপতি মাহমুদ আলম, প্রমূখ।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন