উত্তরা টেলিফোন বিভাগের আওতাধীন আজমপুর রেললাইন ক্রসিং-এর নিকট সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃক গত ১৯ ডিসেম্বর রাস্তা সম্প্রসারণ ও ড্রেন নির্মাণ কাজে রাস্তা খননের সময় বিটিসিএল এর ৪৮০০ জোড়ার ভু-গর্ভস্থ প্রাইমারি টেলিফোন ক্যাবল এবং দক্ষিণখান অনু এক্সচেঞ্জের অপটিক্যাল ফাইবার ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়। ফলে দক্ষিণখানস্থ শামুবাগ, কাঁচকুড়ার চালাবন, দক্ষিণখান বাজার, তেঁতুল তলা, বালুর মাঠ, ইয়াছিন মার্কেট, সুপার মার্কেট, হাজীপাড়া, মুক্তিযোদ্ধা সরনি, কাঁচা বাজার ও ব্রাক মার্কেট এলাকাস্থ ১৫টি কেবিনেটের আওতায় ১৭৯৭টি টেলিফোন এবং অনু এক্সচেঞ্জের ৩০১টিসহ মোট ২০৯৮টি টেলিফোন বিকল হয়ে পড়ে। উপরোক্ত এলাকার টেলিফোন গ্রাহকবৃন্দের টেলিফোন ও ইন্টারনেট সার্ভিস থেকে বঞ্চিত হচ্ছেন। সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শনপূর্বক ক্ষতিগ্রস্ত ভু-গর্ভস্থ টেলিফোন ক্যাবল এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল মেরামত কাজ ও প্রতিস্থাপনের কাজ শুরু করেছেন। টেলিফোন ও ইন্টারনেট বিকল থাকায় সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য বিটিসিএল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।- প্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন