কর অঞ্চল রাজশাহীর ৫টি জেলা ও একটি সিটি কর্পোরেশন এলাকার বিভিন্ন ক্যাটাগরির ৪২জন সর্বোচ্চ করদাতাদের হাতে বুধবার নগরীর একটি রেস্তারাঁর কনফারেন্স রুমে ক্রেস্ট, সম্মাননা স্মারক ও সিআইপি কার্ড তুলে দেয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, আয়কর প্রদানকারীরা কর প্রদানের পাশাপাশি দেশের অর্থনৈতিক কর্মকান্ডকে গতিশীল করছেন। দেশের উন্নয়ন কর্মকান্ডে আর্ধেক যোগান দিতে বৈদেশিক নির্ভরতাকে কমিয়ে আনতে সহায়তা করছে করদাতারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য শাহীন আক্তার। কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার নূরুজ্জামান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার ইসমাইল হোসেন সিরাজী, কর আপিল অঞ্চল রাজশাহীর কর কমিশনার শামীমুর রহমান, রাজশাহী চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাসুদুর রহমান রিংকু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন