শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

আমরা কুঁড়ির উদ্যোগে কৃতি নারীদের সম্মাননা প্রদান

প্রকাশের সময় : ২০ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্কঃ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আমরা কুঁড়ি’র উদ্যোগে গত ১৫ মার্চ সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দেশবরেণ্য নারীদের সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহŸায়ক শহীদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও স্বর্ণ-কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা ব্রাউনিয়া। সম্মাননা প্রাপ্তরা হলেন হাসিনা রৌশন জাহান (জেলা জজ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আদালত); ফরিদা পারভীন (লালন সম্রাজ্ঞী); মৌটুসী (কণ্ঠশিল্পী); পূর্ণিমা (চলচ্চিত্র অভিনেত্রী); ফারহানা নিশো (মিডিয়া ব্যক্তিত্ব); কস্তুরী মুখার্জী (নৃত্যশিল্পী); শারমীন রিনভী (টিভি সাংবাদিক); হেলেনা জাহাঙ্গীর (নারী উদ্যোক্তা); নূরজাহান বেগম (রতœগর্ভা মা); রেহেনা আক্তার বুলবুল (প্রতিবন্ধী শিক্ষা ক্ষেত্রে); শামীম আরা মুন্নী (সংবাদ পাঠক); ডা. নওশীন শারমীন পূরবী (স্বাস্থ্য সেবা); আশনা হাবীব ভাবনা (অভিনয় শিল্পী, টিভি); প্রিয়াংকা বিশ্বাস ও বেলী (এ প্রজন্মের কণ্ঠশিল্পী)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন