শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সাহিত্য

পদ্মার মহাকাব্য

এম এ রহমান | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ১২:০২ এএম

প্রমত্তা পদ্মার বুকে অগাধ জলরাশিতে মিশে

কত গল্প,কত গান ঢেউয়ের পাতায় পাতায়
এপার-ওপার মানুষের কর্ণে বাজে কলকল স্রোতে
কত সবুজের হাসি ম্লান হয় চিকচিক বালুকাব্যে
কত কান্না,হাহাকার ঢেউয়ে ঢেউয়ে তীরে ভিড়ে
কত জীবনের গান ভাঙ্গা-গড়ার কলমে লিখে
প্রমত্তার পদ্মা যুগে যুগে তার জীবনের ডায়রিতে

প্রমত্তার পদ্মা, তোমার জীবন ডায়রিতে তুমি
আজ লিখতে চলেছ শতাব্দীর সেরা কালজয়ী
এক মহাকাব্য-ইট,বালু, সিমেন্ট-ইস্পাত দিয়ে
যার পর্বে পর্বে চরণে চরণে লাল সবুজের স্বপ্নএক বিজয়গাঁথার গল্প,এক দুঃসাহসিক বিজয়।
প্রমত্তা পদ্মা তোমার শতাব্দীর সেরা মহাকাব্যে
লিখে রেখ এক বৈশ্বিক বিস্ময় সংগ্রামীর নাম
যার চোখের অতলে তৈরি এপাড়-ওপার মেলবন্ধন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন