শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দেশের বিভিন্ন এলাকার চুরির মোবাইল বিক্রি হতো শাহবাগ এলাকায়

নিজস্ব প্রতিবেদক | প্রকাশের সময় : ৬ জানুয়ারি, ২০২৩, ৩:০৩ পিএম

রাজধানীর গুলিস্থান ওসমানী পার্ক এলাকা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে সংগৃহিত চোরাই মোবাইল ফোন মজুদ, বেচা-কেনা ও প্রদর্শন করার অপরাধে ৩ জন মোবাইল চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০।

গ্রেপ্তারদের নাম ১- মো. আনোয়ার হোসেন (৪০), মো. জয়নাল (২৮) ও মো. তাজুল ইসলাম (৩৫)। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ৭৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।


শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দীন।

গ্রেপ্তারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব-১০ এর অধিনায়ক জানায়, তারা মোবাইল চোরাকারবারি চক্রের সক্রিয় সদস্য। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন, গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে চোরাইকৃত মোবাইল ফোন সংগ্রহ করে শাহবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলে জানা যায়।


তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন