সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) সকালে উপজেলা সুরমা ইউনিয়নের নুরপুর গ্রামের নুরপুর জামে মসজিদের মালিকানাধীন পুকুরের পূর্ব-দক্ষিন কোলে এ ঘটনা ঘটে। মারা যাওয়া যুবকের নাম পাবেল মিয়া (১৭)। তিনি নুরপুর গ্রামের মংলা মিয়ার ছেলে।
মংলা মিয়া বলেন,পাবেল শারীরিক প্রতিবন্ধী হওয়ায় তাঁর প্রতি সব সময়নআলাদাভাবে যত্ন নিতাম। রাতে পাবেল তাঁদের অজান্তে ঘর থেকে বাড়ির পাশে পুকুরে চলে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে সকালে পুকুরে তাঁকে ভেসে থাকতে দেখা যায়। স্থানীয়রা পুলিশকে খবর দিলে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার এস আই মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন