সার্ভিস ইঞ্জিন লিমিটেড পঞ্চম বারের মতো রাষ্ট্রপতির শিল্প উনড়বয়ন পুরস্কার ২০২০ এ ভূষিত হয়েছে। ইরমানা মোনেম, ডিরেক্টর, সার্ভিস ইঞ্জিন এর পক্ষে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি এর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন। ইরমানা মোনেম স্বনামধন্য ব্যাবসায়ী মরহুম আব্দুল মোনেম এর নাতনি এবং এ এস এম মহিউদ্দিন মোনেম (চেয়ারম্যান, সার্ভিস ইঞ্জিন লিমিটেড, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, আবদুল মোনেম লিমিটেড এবং বাংলাদেশে চেক রিপাবলিক-এর অনারারি কনস্যুলেট) এর বড় কন্যা।
মন্তব্য করুন