রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৬ গতকাল (বৃহস্পতিবার) রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ড. এম. আসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের চেয়ারম্যান মনজুর হোসেন বক্তব্য রাখেন। রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. ফরিদ উদ্দিন এতে সভাপতিত্ব করেন। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব গকুল চাঁদ দাস, পরিচালক অরিজিৎ চৌধুরী, ড. মো. হাসিবুর রশিদ, একেএম দেলোয়ার হোসেন, ব্যারিস্টার জাকির আহাম্মদ, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খলিলুর রহমান চৌধুরী, দেবাশীষ চক্রবর্ত্তীসহ সকল মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাক, সহকারী মহাব্যবস্থাপক সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে শ্রেণিকৃত ঋণ আদায়ের বিষয়ে ব্যাংকের সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশ প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসা বৃদ্ধির লক্ষ্যে গ্রাহক সেবার মান বৃদ্ধিরও নির্দেশনা প্রদান করেন বক্তারা। Ñপ্রেস বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন